Wellcome to National Portal
Birth and death registrations are distributed free of charge within 45 days of birth and death.
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Digitization of Food Friendly Programmes
Details

সম্মানিত ৩ নং মাহমুদপুর ইউনিয়ন বাসীদের জানানো যাচ্ছে যে, আগামী শনিবার অর্থাৎ ২৭ শে আগস্ট থেকে রেশন কার্ড (১৫ টাকায় চাউল) ডিজিটাল করা হবে। যাদের নামে কার্ড রয়েছে, সেই ব্যক্তি নিজে উপস্থিত থেকে কার্ড ডিজিটাল করতে হবে। স্থানঃ ১, ২ ও ৩ নং ওর্য়াডের জন্য চেয়ারম্যানের বাড়ি আর বাকি ৪,৫,৬,৭,৮,৯ ওর্য়াডের জন্য দিগড়গাতী বাজার।

ডিজিটাল করতে যা যা লাগবে।

১। পুরাতন রেশন কার্ড টি

২। কার্ড ধারী ব্যক্তির স্মার্ট এনআইডি কার্ডের ফটোকপি।

৩। কার্ডধারী ব্যক্তি পুরুষ হলে তাহার স্ত্রীর এনআইডি কার্ডের ফটোকপি ও মহিলা হলে তাহার স্বামীর এনআইডি কার্ডের ফটোকপি।

৪। ডিজিটাল করার জন্য সার্ভিস চার্জ।


ধন্যবাদান্তেে

 এনামুল হক মিরাজ

চেয়ারম্যান

৩ নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ

কাশিয়ানী, গোপালগঞ্জ।

Attachments
Publish Date
26/08/2022
Archieve Date
31/10/2022